anandadarshan

উন্নতি ও সম্মান বৃদ্ধি বিপুল অর্থ
রাজযোগের কারণে ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই রাশির ব্যক্তিদের, কিন্তু কবে থেকে

২৪ সেপ্টেম্বর থেকে তৈরি হবে শুভ সময় কিছু রাশির জন্য। চলতি মাসেই নিম্ন-শাখার রাজ যোগ, বুধাদিত্য রাজ যোগ, ভরদ রাজা যোগ ও হংস রাজা যোগ গঠিত হচ্ছে। জেনে নিন কাদের ওপর শুভ প্রভাব পড়বে।

বৃষ রাশি

এই যোগের ফলে বৃষ রাশির জাতকজাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। তারা ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। ব্যবসার জীবনে তাদের সুবিধা হবে। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। তারপর শেয়ারবাজারে তারা লাভ করতে পারবেন।তাদের আয় বাড়বে। অংশীদারিত্ব কাজে তাদের জীবনে সাফল্য আসবে। আর সুখ, সৌন্দর্য ক্রমশই বাড়তে থাকবে। জীবনের যা সমস্যা ছিল সেটি কেটে গিয়ে আপনার দাম্পত্য এবং পারিবারিক জীবনে সুখ বাড়বে। যারা কঠিন রোগে আক্রান্ত তাদের তা কেটে যাওয়া সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

কর্মজীবন থেকে ব্যবসায় সাফল্য সবকিছুতেই তারা সফল লাভ করতে পারবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। যেকোনোও কাজেই তারা সফলতা পাবেন।যেকোনোও আদালত সংক্রান্ত মামলায় আপনাদের উপকার হবে, সাফল্য মিলবে। বড় কোনোও চুক্তিতে আপনাকে বাড়ির সদস্যরা সাহায্য করতে পারবেন।আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

ব্যবসায় এই সময় খুব ভালো যাবে। নতুন যেকোন চুক্তি হতে পারে। কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। এই সময়ে মনে প্রাণে যা চাইবেন সেটি হবে।কাজের প্রশংসা পাবেন। আপনার কথাবার্তায় সংযম বজায় রাখুন। অকারণে রাগ করবেন না। জীবনের সাফল্যের সময় এটি। তাই শুভ কাজ শেষ করার চেষ্টা করুন।

মীন রাশি

এই সময়ে একটু ভালো সময়। এই সময় আপনি চাকরি নতুন প্রস্তাব পেতে পারেন। পদোন্নতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় খুব লাভ হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। দূরে কোথাও ভ্রমন করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সাফল্য পাবেন। এই সময় আপনারা নতুন চাকরির অফার পেতে পারেন। পরিবারের সদস্যদের নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। যেখানে আপনার সঙ্গে সুখে থাকবেন। তাই এই সময় আপনি আপনার শুভ কাজ শেষ করার চেষ্টা করুন।

উন্নতি ও সম্মান বৃদ্ধি বাড়ির বাস্তু
সঠিক দিকে বাগান করুন, না হলে আথিক সঙ্কট আসতে পারে

জ্যোতিষশাস্ত্রে যদি সঠিক দিকে বা জায়গা গাছ লাগানো হয় বা বাগান করা হয় তাহলে বাড়ির সকল সদস্যদের খ্যাতি বাড়ে। তারা পরিবারের সকলের সঙ্গে সকলে ভালোভাবে মিলেমিশে থাকতে পারেন। অনেক সমস্যা থেকে দূরে চলে যেতে পারেন। ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করে। জীবেনে এগিয়ে যেতে পারবেন। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাগান পূর্ব দিকে করে লাগানো উচিত। আর এইদিকেই ফলের গাছ লাগাবেন। এদিকটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং এটি ভাগ্যের দ্বার খুলে দেয়। এই বাগান সঠিক স্থানে থাকে তাহলে কেরিয়ারে খুব উন্নতি হবে। জীবনে সাফল্যও মিলবে। নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যাবে।

লতানো গাছ কোন দিকে লাগাবেন

যেকোনোও লতানো গাছের সঙ্গে মা লক্ষ্মীর এক বিশেষ সম্পর্ক রয়েছে। তাই এই গাছগুলিকে বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগানো হয়। ঘরে অর্থের অভাব হয় না। আর্থিক সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারেন। আর্থিক দিকে কোনও ঝামেলা থাকে না। সংসারে সুখ ও জীবনে উন্নতি করতে এই দিকে লতানো গাছ লাগান। ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে, নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায়।

উন্নতি ও সম্মান বৃদ্ধি
সব কাজে দেরি করেন কোন কোন রাশির জাতক-জাতিকারা

তুলা রাশি :- তুলা রাশির জাতক-জাতিকারা অন্যকে দেখানোর জন্য এঁরা কাজ করতে পছন্দ করেন না। তাই সময়ে কাজ শেষ করার প্রবণতা তাঁদের মধ্যে কম থাকে৷

ধনু রাশি :- ধনু রাশির জাতক-জাতিকারাদের মনোসংযোগ কম থাকে ৷ যার ফলে এঁদের সব কাজে দেরি হয়ে যায় ৷ তাই এদের কাজে মনোসংযোগ বাড়ানো উচিত।

কুম্ভ রাশি :- কুম্ভ রাশির জাতক-জাতিকারা স্বাধীন ভাবে থাকতে পছন্দ করেন। এদের যখন যে কাজ করার ইচ্ছা হয় সেটাই করেন। সেই কারণে অনেক সময় সময়মতো কাজ শেষ করে উঠতে পারেন না।

মীন রাশি :- মীন রাশির জাতক-জাতিকারা বেশি করে দিবাস্বপ্ন দেখে থাকেন । তাই বাস্তবে কাজ করাটা এঁদের খুব একটা পছন্দের নয়। তাই সবসময় এদের কাজে দেরি হয়ে যায়।

তবে এই রাশি গুলির সকল জাতক-জাতিকারা একই রকমের তা নয়। বেশিরভাগ জাতক-জাতিকাদের মধ্যেই এই প্রবণতা দেখতে পাওয়া যায়। তবে এর বিপরীতও রয়েছে। যারা সময়ের কাজ সময়ের আগেই করে থাকেন।

উন্নতি ও সম্মান বৃদ্ধি
অত্যন্ত শুভ বুধাদিত্য যোগ, এইসব রাশির জীবনে হবে উন্নতি ও সম্মান বৃদ্ধি
বুধাদিত্য যোগের গঠন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৫ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করেছে। অন্যদিকে আগামী ২রা জুলাই বুধ গ্রহ এই রাশিতে পাড়ি দিতে চলেছে। যার কারণে বুধের সঙ্গে সূর্যের মিলনের ফলে বুধাদিত্য যোগ মিথুন রাশিতে গঠিত হবে। জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে প্রতিপত্তি এবং সম্মানের কারক হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে বুধকে বুদ্ধি ও ব্যবসার দাতা বলা হয়। অতএব, এই যোগের প্রভাব সকল মানুষের জীবনে কম বেশি দেখা দিতে চলেছে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য এই যোগ সবথেকে বেশি শুভ প্রমাণিত হতে চলেছে।

বৃষ রাশি

বুধাদিত্য যোগের গঠন বৃষ রাশির জন্য খুবই শুভ বলে বিবেচিত হবে। কারণ বুধাদিত্য যোগ এই রাশির পৃথক স্থানে তৈরি হবে। যাকে বলা হয় অর্থ ও বক্তৃতার স্থান। এই সময়ে এই রাশির জাতক জাতিকারা হঠাৎ কোনও ভালো আর্থিক লাভ পেতে পারেন। এছাড়াও আটকে থাকা টাকাও পাওয়া যাবে। যাঁদের কর্মজীবন বক্তৃতার সঙ্গে জড়িত, তাঁদেরও এই সময়টা চমৎকার হতে চলেছে। সেই সঙ্গে যানবাহন ও জমি, সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্যও সময়টি শুভ। রাজনীতিতে সক্রিয় থাকলে সাফল্য পেতে পারেন। এছাড়াও, যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান তবে এই সময়টি অনুকূল। এই সময় একটি ওপাল পাথর পরতে পারেন, যা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হবে।

সিংহ রাশি

বুধাদিত্য যোগ এই রাশির জাতক জাতিকাদের জীবনে খুবই শুভ ফল প্রদান করতে চলেছে। এই রাশির ১১ তম ঘরে তৈরি হবে এই রাজযোগ। আর এই ঘরকে আয় ও লাভের জায়গা বলে মনে করা হয়। তাই এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের জীবনে আয় ভালোভাবে বাড়তে পারে। এর পাশাপাশি আয়ের নতুন উৎসও তৈরি হবে। একই সময়ে, এই সময়ের মধ্যে নতুন ব্যবসায়িক শুরু হতে পারে। একই সময়ে, ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে। এছাড়াও, এই সময়ে ব্যবসায় লাভ ভাল হবে। সিংহ রাশি সূর্য দ্বারা শাসিত এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহ হল সূর্যর মিত্র গ্রহ। তাই এই যোগ সিংহ রাশির জন্য শুভ প্রমাণিত হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির দশম ঘরে বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে। তাই এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিপত্তি এবং সম্মান বৃদ্ধি পাবে। এছাড়াও এই সময় এই রাশির ব্যক্তিরা কোনও পুরস্কার পেতে পারেন। এই সময়ে নতুন চাকরির অফারও পেতে পারেন বা যদি ইতিমধ্যেই চাকরি করেন তবে পদোন্নতি পেতে পারেন। এই সময়ে এই রাশির ব্যক্তিরা ব্যবসায় ভাল অর্থ উপার্জন করতে পারেন। এর পাশাপাশি, নিজস্ব কাজের শৈলীতেও উন্নতি হবে। যার কারণে বস খুশি হতে পারেন এবং প্রশংসা করতে পারেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাঁরা সাফল্য পেতে পারেন। সমাজে মর্যাদা বৃদ্ধি হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় একটি পান্না ধারণ করলে তা এই রাশির ব্যক্তিদের জন্য শুভ প্রমাণিত হবে।